ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

গাজায় যুদ্ধবিরতির আহ্বান কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৫১, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
গাজায় যুদ্ধবিরতির আহ্বান কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের

কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নেতারা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। গাজার রাফাহতে ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানিয়েছেন।

তিন দেশের প্রধানমন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল রাফাহতে স্থল হামলার পরিকল্পনা করছে এমন ইঙ্গিত পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাফাহতে সামরিক অভিযান চালানো হবে বিপর্যয়কর। অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি জরুরিভাবে প্রয়োজন।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, বেসামরিক নাগরিকদের এলাকা খালি করার অনুমতি দেওয়ার পরে, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফাহতে হামাসের বিরুদ্ধে আক্রমণ চালাবে ইসরায়েল।

বিবৃতিতে ইসরায়েলকে আক্রমণ পরিচালনা না করার আহ্বান জানানো হয়েছে। 

তিন দেশের নেতারা বলেছেন, দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের জানুয়ারির রায় ইসরায়েলকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মৌলিক পরিষেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য বাধ্য করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়