ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাহাজে ‘সাবমেরিন অস্ত্র’ দিয়ে হামলার ঘোষণা হুতিদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:৪৮, ২২ ফেব্রুয়ারি ২০২৪
জাহাজে ‘সাবমেরিন অস্ত্র’ দিয়ে হামলার ঘোষণা হুতিদের

ড্রোন নয়, এবার লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোতে হামলা চালাতে ‘সাবমেরিন অস্ত্র’ ব্যবহারের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতিরা। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোতে হামলা চালানো অব্যাহত থাকবে বলে বৃহস্পতিবার গোষ্ঠীটির প্রধান এ ঘোষণা দিয়েছেন।

ইরানের অনুগত হুতিরা নভেম্বর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে।

আব্দুল মালিক আল-হুথি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে অভিযান অব্যাহত, ক্রমবর্ধমান ও কার্যকর হচ্ছে।’ সাবমেরিন অস্ত্র ব্যবহারের ঘোষণা দিলেও এর বিশদ বিবরণ তিনি দেননি।

হুতিদের হামলার কারণে লোহিত ও আরব সাগর বাদ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে আফ্রিকা উপকূল দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বিশ্বব্যাপী জাহাজে পণ্য পরিবহন খরচ ১২ শতাংশ বেড়ে গেছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়