ঢাকা     মঙ্গলবার   ২৪ জুন ২০২৫ ||  আষাঢ় ১০ ১৪৩২

গাজার হাসপাতালের আঙ্গিনায় আরও একটি গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০২, ২৩ এপ্রিল ২০২৪  
গাজার হাসপাতালের আঙ্গিনায় আরও একটি গণকবরের সন্ধান

দক্ষিণ গাজার প্রধান স্বাস্থ্য কেন্দ্র নাসের হাসপাতালের আঙ্গিনা থেকে আরও ৩৫টি মৃতদেহ উদ্ধার কর হয়েছে। মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে হাসপাতালে আরও দুটি গণকবরের সন্ধান মিলেছিল। মঙ্গলবার নতুন গণকবর সন্ধানের পর সেখানে পাওয়া মৃতদেহের সংখ্যা ৩১০ এ পৌঁছেছে। 

গাজার জরুরি পরিষেবাগুলো সোমবার জানিয়েছিল, দক্ষিণ গাজার সবচেয়ে বড় নাসের হাসপাতালের আঙ্গিনা আরও ৭৩টি মৃতদেহ পাওয়া গেছে।

আরো পড়ুন:

ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি সেনারা হাসপাতালে বুলডোজার দিয়ে মৃতদেহ কবর দিয়েছিল।

জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান ভলকার তুর্ক মঙ্গলবার জানিয়েছেন, তিনি গাজার নাসের এবং আল-শিফা চিকিৎসা কেন্দ্র ধ্বংস এবং সেখানে গণকবরের আবিষ্কারের খবর দেখে ‘আতঙ্কিত।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়