ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ সপ্তাহের মধ্যে অপুষ্টি ও মৃত্যুহারের সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারে গাজা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৯, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ২২:২৪, ২৪ এপ্রিল ২০২৪
৬ সপ্তাহের মধ্যে অপুষ্টি ও মৃত্যুহারের সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারে গাজা

গাজা উপত্যকা ছয় সপ্তাহের মধ্যে খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি ও মৃত্যুহারের সর্বোচ্চ সীমা অতিক্রম করতে পারে। বুধবার বিশ্ব খাদ্য সংস্থা এ তথ্য জানিয়েছেন। 

বিশ্ব খাদ্য সংস্থার জেনেভা পরিচালক জিয়ান ক্যারো সিরি বলেন, ‘আমরা দিনে দিনে দুর্ভিক্ষ পরিস্থিতির কাছাকাছি চলে যাচ্ছি। এখানে যুক্তিসঙ্গত প্রমাণ রয়েছে যে দুর্ভিক্ষের তিনটি উপাদান- খাদ্য নিরাপত্তাহীনতা, অপুষ্টি ও মৃত্যুহার-আগামী ছয় সপ্তাহের মধ্যে রেকর্ড অতিক্রম করবে।’

মার্চে প্রকাশিত জাতিসংঘ সমর্থিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ভিক্ষ আসন্ন এবং উত্তর গাজায় মে মাসের মধ্যে এটি ঘটতে পারে। এই দুর্ভিক্ষ জুলাইয়ের মধ্যে ছিটমহলজুড়ে ছড়িয়ে পড়তে পারে।

মঙ্গলবার একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গাজা, বিশেষ করে উত্তরাঞ্চলে দুর্ভিক্ষের ঝুঁকি অনেক বেশি।

জিয়ান ক্যারো সিরি বলেন, ‘গাজায় সংঘাতের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের কাছে পৌঁছানো কঠিন এবং কখনও কখনও অসম্ভব হয়ে পড়ে।

তিনি বলেন, ‘আমাদের ব্যাপকভাবে সহায়তা বাড়াতে হবে... কিন্তু বর্তমান পরিস্থিতিতে, আমি আশঙ্কা করছি পরিস্থিতির আরও অবনতি হবে।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়