ঢাকা     রোববার   ১৬ জুন ২০২৪ ||  আষাঢ় ২ ১৪৩১

নৌকায় করে ৫০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ২৩ মে ২০২৪  
নৌকায় করে ৫০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায়

ফাইল ছবি

নৌকায় করে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে পৌঁছেছে ৫০ রোহিঙ্গা। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এই রোহিঙ্গাদের অধিকাংশই নারী ও শিশু। এই দলটির সাহায্যের ব্যবস্থা করার জন্য স্থানীয় অংশীদার ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে ইউএনএইচসিআর।

ইন্দোনেশিয়ার সরকারি বার্তা সংস্থা আন্তারা পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রোহিঙ্গাদের এই দলটি বুধবার উত্তর সুমাত্রার ল্যাংকাট এলাকায় নৌকায় করে পৌঁছেছিল। স্থানীয়রা তাদের খুঁজে পায়। পরে তাদের খাবার ও পানি দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য কাছাকাছি একটি ক্লিনিকে রোহিঙ্গাদের নিয়ে যাওয়া হয়েছে।

গত বছর থেকে, ইন্দোনেশিয়া বা প্রতিবেশী মালয়েশিয়ায় রোহিঙ্গাদের আগমন বেড়েছে। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যখন সমুদ্র শান্ত থাকে তখন এসব ঘটনা ঘটে। গত বছর দুই হাজার ৩০০ এর বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় গিয়েছে। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়