ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ১২ জুন ২০২৪   আপডেট: ১৮:০৬, ১২ জুন ২০২৪
ইসরায়েলে হিজবুল্লাহর রকেট বৃষ্টি

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলে সবচেয়ে বড় রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। বুধবার সকালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-জাজিরা।

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর প্রতিক্রিয়ায় বুধবার সকালে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ।

আরো পড়ুন:

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে অন্তত ৯০টি রকেট নিক্ষেপ করা হয়ে। হামলার সময় দেশের উত্তরাঞ্চলজুড়ে সাইরেন বাজছে। অনেক রকেট আটকানো হয়েছে কিন্তু বেশ কয়েকটি আঘাত হেনেছে, যার ফলে আগুন লেগেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ লেবাননের ইয়ারুনে রকেটের উৎক্ষেপণস্থল বলে সামরিক বাহিনী জানিয়েছে। 

সম্প্রতি ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সামরিক সংঘর্ষ বাড়ছে। উভয় পক্ষই জানিয়েছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়