ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৩ জুন ২০২৪   আপডেট: ১৯:৩৮, ২৩ জুন ২০২৪
ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা

দলের কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়ায় একটি সশস্ত্র ড্রোন দিয়ে উত্তর ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। রোববার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

ইরান সমর্থিত গ্রুপ ও হামাসের মিত্র হিজবুল্লাহ গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলের সঙ্গে আন্তঃসীমান্ত গুলি বিনিময় করেছে। পরিস্থিতি এমন পর্যায়ে গড়িয়েছে যে, দুই পক্ষের মধ্যে যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার হিজবুল্লাহ সংশ্লিষ্ট জামা ইসলামিয়া গ্রুপ জানিয়েছে, তাদের একজন কমান্ডার লেবাননের পূর্ব বেকা এলাকার খিয়ারায় ‘বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে’ নিহত হয়েছেন। পরে ইসরায়েল স্বীকার করেছে, তারা এই হামলা চালিয়েছে।

আরো পড়ুন:

হিজবুল্লাহ রোববার জানিয়েছে, তাদের যোদ্ধারা বেইট হিলেল ব্যারাকে সামরিক নেতৃত্বের অবস্থানে ‘ড্রোন দিয়ে’ হামলা শুরু করেছে। এটি ছিল ‘খিয়ারা শহরে ইসরায়েলি শত্রুদের পরিচালিত হত্যার প্রতিক্রিয়ায়।’

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে বলেছে, একটি ড্রোন ‘লেবানন থেকে অতিক্রম করে বেইট হিলেল এলাকায় পড়েছিল।’ এতে ‘কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়