ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় সিনাগগ ও গির্জায় হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ২৪ জুন ২০২৪   আপডেট: ০৮:৫২, ২৪ জুন ২০২৪
রাশিয়ায় সিনাগগ ও গির্জায় হামলা, নিহত ১৫

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের দাগেস্তানের দুটি শহরে বন্দুকধারীরা একটি সিনাগগ, একটি অর্থোডক্স গির্জা এবং একটি পুলিশ পোস্টে হামলা চালিয়েছে। এ ঘটনায় যাজক ও পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। রোববার মাখাচকালা ও ডারবেন্টে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রয়টার্স।

দাগেস্তান অঞ্চলের গভর্নর সের্গেই মেলিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে সোমবারের ভোররাতে প্রকাশিত একটি ভিডিওতে বলেছেন, ‘এটি দাগেস্তান এবং পুরো দেশের জন্য একটি দুঃখজনক দিন।’

আরো পড়ুন:

মেলিকভ জানিয়েছেন, ১৫ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ‘সন্ত্রাসী হামলা’র কবলে পড়েছিলেন। তবে কতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন তা তিনি জানাননি।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে,  কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

তিন মাস আগে মস্কোর কাছে একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় ১৪৫ জন নিহত হয়েছিল। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক স্টেট এই হামলা চালিয়েছে।

অস্থিতিশীল উত্তর ককেশাস অঞ্চলে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

তবে মেলিকভ বলেছেন, ‘আমরা বুঝতে পারি সন্ত্রাসী হামলার পিছনে কারা রয়েছে এবং তারা কী লক্ষ্যে কাজ করছে।’

রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আইন প্রয়োগকারী সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে, হামলাকারীদের মধ্যে মধ্য দাগেস্তানের সেরগোকালা জেলার প্রধান কর্মকর্তার দুই ছেলে ছিল। তাদের তদন্তকারীরা আটক করেছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়