ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোটের সময় বাড়ালো ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৮ জুন ২০২৪   আপডেট: ২২:২৪, ২৮ জুন ২০২৪
ভোটের সময় বাড়ালো ইরান

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের শুক্রবার ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। এ কারণে ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। ধারণা করা হচ্ছে অনেক ভোট কেন্দ্রেই মধ্য রাত পর্যন্ত ভোট গ্রহণ করতে হবে।

গত মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর পরিপ্রেক্ষিতে দেশটির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। স্বাভাবিক নিয়মে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলার কথা ছিল। কিন্তু ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বেড়ে যাওয়ায় ভোট গ্রহণের সময় বাড়ানো হয়েছে। 

আরো পড়ুন:

ইরানের শীর্ষনেতা আয়াতুল্লাহ খামেনি ভোটকেন্দ্রে ভোটারদের উচ্চ উপস্থিতির আহ্বান জানিয়ে বলেছেন,‘ইসলামী প্রজাতন্ত্রের স্থায়িত্ব, শক্তি, মর্যাদা এবং সুনাম জনগণের উপস্থিতির উপর নির্ভর করে। উচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত প্রয়োজনীয়।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়