ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল শনিবার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৫ জুলাই ২০২৪  
ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল শনিবার

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ বা দ্বিতীয় দফার ভোটগ্রহণের সময়ও বাড়ানো হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির কারণে শুক্রবার (৫ জুলাই) ভোট গ্রহণের সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে।

ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক ভোট কেন্দ্রেই মধ্য রাত পর্যন্ত ভোট গ্রহণ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর ভোট গণনা শুরু হবে এবং আগামীকাল (৬ জুলাই) চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে।

গত শুক্রবার (২৮ জুন) ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোট হয়। প্রথম দফায় কোনো প্রার্থীই এককভাবে শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন রান অফে গড়ায়। দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জলিলির মধ্যে।

রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় ভোটারদের জন্য ভোট কেন্দ্রগুলোর দরজা খোলা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা ছিল। তবে ভোটার উপস্থিতির কারণ প্রাথমিকভাবে সময় রাত ৮ পর্যন্ত বাড়ানো হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়