ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৮, ৬ জুলাই ২০২৪  
ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী সৌদি যুবরাজ

ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। শনিবার ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো অভিনন্দন বার্তায় সৌদি যুবরাজ এই আগ্রহের কথা জানিয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ শনিবার জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আরো পড়ুন:

যুবরাজ তার বার্তায় বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের উপলক্ষে আমি আপনার দেশ ও জনগণের জন্য স্থির অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা পাঠাতে পেরে আনন্দিত। আমি দুই দেশ ও জনগণকে ঐক্যবদ্ধ এবং আমাদের পারস্পরিক স্বার্থ রক্ষায় সম্পর্ক উন্নয়ন ও গভীর করার বিষয়ে আমার আগ্রহের প্রতিশ্রুতি দিচ্ছি।’

কয়েক বছর বৈরী সম্পর্কের পর চীনের মধ্যস্থতায় ২০২৩ সালের মার্চ মাসে ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা হয়। ওই বছর দুই দেশের পক্ষে যুগান্তকারী একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়