ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ কোরিয়ায় খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ১ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৬ জুলাই ২০২৪   আপডেট: ২১:৩৯, ৬ জুলাই ২০২৪
দক্ষিণ কোরিয়ায় খাবারে বিষক্রিয়ায় অসুস্থ ১ হাজার মানুষ

দক্ষিণ কোরিয়ায় খাবারে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ‘কিমচি’ নামের স্থানীয় একটি খাবারের পর তারা অসুস্থ হয়ে পড়েন বলে শনিবার (৬ জুলাই) জানিয়েছে বিবিসি।

দেশের দক্ষিণ-পশ্চিমের নামওয়ান শহরের কর্মকর্তারা স্থানীয় সময় শুক্রবার সকালে জানিয়েছেন, সকাল পর্যন্ত ৯৯৬ জন অসুস্থ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। অবশ্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার বিকেলের দিকে এই সংখ্যা এক হাজার ২৪ -এ উঠে গেছে।

আরো পড়ুন:

কর্তৃপক্ষ জানিয়েছে, জনপ্রিয় গাঁজনযুক্ত বাঁধাকপির খাবারটি শহরের স্কুলের খাবারের মাধ্যমে এরা অসুস্থ হয়ে পড়েছেন। বমি, ডায়রিয়া ও পেটে ব্যথার রোগীদের মধ্যে ২৪টি স্কুলের শিক্ষার্থী ও কর্মীরা রয়েছেন।

নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক এবং টয়লেট ফ্লাশ হ্যান্ডেলের মতো দূষিত বস্তুর স্পর্শের মাধ্যমে সংক্রমণ ঘটায়। আক্রান্ত বেশিরভাগ লোক হাসপাতালের চিকিৎসার প্রয়োজন ছাড়াই কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। কিন্তু কেউ কেউ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়