ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জরিমানা করায় সার্জেন্টের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১১ জুলাই ২০২৪  
জরিমানা করায় সার্জেন্টের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

বেআইনিভাবে জরিমানা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের জোড়াবাগান ট্রাফিক গার্ডের এক সার্জেন্টের বিরুদ্ধে। ওই ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক শিক্ষক। বিচারপতি অমৃতা সিনহা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) হিন্দুস্তান টাইমস এ তথ্য জানিয়েছে।

শিক্ষকের অভিযোগ, ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। তা সত্ত্বেও তাকে বেআইনিভাবে জরিমানা করেন ওই ট্রাফিক সার্জেন্ট। তিনি এনিয়ে প্রতিবাদ জানালে ট্রাফিক সার্জেন্ট তাকে নানাভাবে হেনস্থা করার পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মূলত সেই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শিক্ষক। যদিও ট্রাফিক পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে কলকাতায় এই ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই ধরনের বহু ঘটনা ঘটেছে।

গত মাসেই এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ উঠেছিল ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের এক বিচারপতির নাম করে টাকা নেওয়ার অভিযোগ ওঠে ট্রাফিক গার্ডের বিরুদ্ধে। তারপরেই বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী। ওই ঘটনায় ট্রাফিক গার্ডকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। 

অভিযোগ উঠেছিল, দ্বিতীয় হুগলি সেতু দিয়ে যাওয়ার সময় হাইকোর্টের ওই আইনজীবীর কাছে এক হাজার টাকা দাবি করেছিলেন ট্রাফিক গার্ড। তবে টাকা দিতে অস্বীকার করায় আইনজীবীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করার হুমকি দিয়েছিলেন তিনি। এরপরেই আইনজীবী টাকা দিতে বাধ্য হয়েছিলেন। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়