ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় ৪ দিনে বাস্তুচ্যুত ১ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৭ জুলাই ২০২৪   আপডেট: ১০:৫৪, ২৭ জুলাই ২০২৪
গাজায় ৪ দিনে বাস্তুচ্যুত ১ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি

গত চার দিনে ইসরায়েলি হামলায় এক লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। তারা দক্ষিণ গাজার শহর খান ইউনিসের চারপাশে ভয়াবহ লড়াইয়ের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ জানিয়েছে, খান ইউনিস এলাকায় সম্প্রতি তীব্র লড়াই ‘গাজাজুড়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির নতুন তরঙ্গ’ কে ইন্ধন দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, সোমবার থেকে বৃহস্পতিবার মধ্য ও পূর্ব খান ইউনিস থেকে ‘প্রায় এক লাখ ৮২ হাজার লোক’ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত মানুষ ‘পূর্ব খান ইউনিসে আটকা পড়েছে।’

সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী শহরের দক্ষিণের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারীরা জানিয়েছেন, শুক্রবার পূর্ব খান ইউনিসের আশেপাশে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। নাসের হাসপাতালে অন্তত ২৬ ফিলিস্তিনির মৃতদেহ নেওয়া হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়