ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ৩১ জুলাই ২০২৪   আপডেট: ০৯:০৫, ৩১ জুলাই ২০২৪
হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেশন সেন্টারের প্রধান কমান্ডার মুহসিন শোকরকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে, এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হামলা চালায় ইসরায়েল। হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ বৈরুতের হারেত রেইত এলাকায় এ হামলা চালানো হয়। এতে তিনজন নিহত ও ৭৪ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের তিনজনের অবস্থা সংকটাপন্ন।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহর সামরিক উপদেষ্টা ও অপারেশন সেন্টারের প্রধান ফুয়াদ শোকরকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, “হামলায় ফুয়াদ শোকর নিহত হয়েছে, যার হাতে অনেক ইসরায়েলির রক্ত ​​লেগে আছে। আজ রাতে, আমরা দেখিয়েছি যে, আমাদের জনগণের রক্তের মূল্য আছে এবং আমাদের নাগালের বাইরে কোনো জায়গা নেই।”

গত শনিবার ইসরায়েলের দখলে থাকা গোলান মালভূমির দ্রুজ অধ্যুষিত মাজদাল শাম গ্রামে খেলার মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হন, যাদের বেশির ভাগই কম বয়সি। এ হামলার জন্য হিজবুল্লাহকে দায়ী করে ইসরায়েল। তবে হামলার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছে হিজবুল্লাহ।

ইসরায়েল ওই হামলার কড়া জবাব দেওয়ার ঘোষণা দিলে হিজবুল্লাহর সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। তবে ইসরায়েল যাতে সীমিত আকারে হামলা চালায়, সে জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এখন শীর্ষ কমান্ডারের ওপর হামলার জবাব হিজবুল্লাহ কীভাবে দেয়, তার ওপর নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়