ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরাখণ্ডে  বৃষ্টি ও ভূমিধসে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১ আগস্ট ২০২৪  
উত্তরাখণ্ডে  বৃষ্টি ও ভূমিধসে নিহত ১২

প্রবল বৃষ্টি আর ভূমিধসে ভারতের উত্তরাখণ্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ ৫০ জন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

বৃষ্টি ও ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি জেলা। এর মধ্যে রয়েছে হরিদ্বার, টিহরী, দেহরাদূন এবং চামোলি। এই চার জেলাতেই বহু ঘরবাড়ি ভেসে গিয়েছে। রাস্তা ভেঙে গিয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, হরিদ্বারে ছয় জনের মৃত্যু হয়েছে। তার পরই রয়েছে টিহরী। সেখানে তিন জনের মৃত্যু হয়েছে। দেহরাদূনে দুই এবং চামোলিতে এক জনের মৃত্যু হয়েছে। হলদওয়ানি এবং চামোলিতে নিখোঁজ দু’জন। 

দেহরাদূনের পুলিশ সুপার অজয় সিংহ জানিয়েছেন, রাইপুর এলাকায় জলের তোড়ে ভেসে গিয়েছেন দু’জন। পরে তাদের দেহ উদ্ধার হয়। 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেহরাদূনে ১৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। হরিদ্বারের রোশনাবাদে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি পরিমাণ ২১০ মিলিমিটার। তার পরই রায়বালায় ১৬৩ মিলিমিটার, হলদওয়ানিতে ১৪০, হরিদ্বারে ১৪০, রুড়কিতে ১১২ এবং নৈনিতালে ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সোনপ্রয়াগে মন্দাকিনী নদীর পানির স্তর বিপদসীমা ছুঁয়ে ফেলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। হরিদ্বারের রুড়কিতে ভারপুর গ্রামে ভারী বৃষ্টিতে একটি বাড়ি ভেঙে পড়ে তার নীচে চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। আরও ১০ জন আহত হয়েছেন। তার মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়