ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

‘উত্তর কোরিয়ার জন্য সৌভাগ্য এনেছে ইউক্রেন যুদ্ধ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২ আগস্ট ২০২৪  
‘উত্তর কোরিয়ার জন্য সৌভাগ্য এনেছে ইউক্রেন যুদ্ধ’

ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়ার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া শীর্ষ কূটনীতিক বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

সম্প্রতি উত্তর কোরিয়ার শীর্ষ কূটনীতিক রি ইল গিউ পালিয়ে দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছেন। কিউবা থেকে রি ইল গিউ-এর পলায়ন গত মাসে বিশ্বব্যাপী শিরোনাম হয়েছিল। ২০১৬ সাল থেকে তিনি দক্ষিণ কোরিয়ার শীর্ষ কূটনীতিক ছিলেন।  

মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার অনুমান, ইউক্রেন আক্রমণের জন্য উত্তর কোরিয়া রাশিয়ার কাছে লাখ লাখ রাউন্ড গোলাবারুদ বিক্রি করেছে। এর বিনিময়ে তারা রাশিয়ার কাছ থেকে খাদ্য, জ্বালানিএবং সম্ভবত সামরিক প্রযুক্তি পেয়েছে।

রি বলেছেন, রাশিয়ার সঙ্গে পিয়ংইয়ংয়ের এই চুক্তির প্রধান সুবিধা ছিল তার পারমাণবিক অস্ত্রের বিকাশ কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষমতাকে শক্তিশালী করা।

তিনি জানান, এই চুক্তির মাধ্যমে রাশিয়া উত্তর কোরিয়ার ওপর বিদ্যমান কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে একটি ‘ছিদ্রপথ’ তৈরি করেছে। এর মাধ্যমে উত্তর কোরিয়া অবাধে তার পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিকাশ করতে এবং এর প্রতিরক্ষা শক্তিশালী করার সুযোগ পেয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়