ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৩, ৬ আগস্ট ২০২৪  
ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ ড্রোন হামলা

উত্তর ইসরায়েলে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। মঙ্গলবার গোষ্ঠীটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের গোলানি ব্রিগেড, একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তর এবং লেবাননের সীমান্তের কাছে শ্রাগা ব্যারাকে অবস্থিত অভিজাত কমান্ডো ইউনিট ইগোজ ইউনিটের সদর দপ্তরে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘নিখুঁতভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছিল এবং হতাহত হয়েছে।’ 

এদিকে, টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ড্রোনের হামলায় সীমান্তের নিকটবর্তী শহর মাজরায় দু'জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়