ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে পাকিস্তানি নাগরিক আটক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য কয়েকজন রাজনীতিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে মার্কিন কর্তৃপক্ষ।
বিবিসির খবরে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আসিফ মার্চেন্ট (৪৬)। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশিষ্ট কর্মকর্তাদের (রাজনীতিবিদ) হত্যার জন্য নিউইয়র্কে একজন হামলাকারী ভাড়া করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির ইরানের সঙ্গে সংযোগ রয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ওই পাকিস্তানি নাগরিকই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন বড় রাজনীতিককে হত্যার ছক কষেছিল। তার সঙ্গে ইরানেরও যোগ রয়েছে। আসিফ মার্চেন্টের পুরো নাম আসিফ রাজা মার্চেন্ট। তিনি জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক। তার দুজন স্ত্রী রয়েছেন। যার মধ্যে একজন পাকিস্তানে এবং আরেকজন ইরানে থাকেন।
মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে পাকিস্তান থেকে যুক্তরাষ্ট্রে আসেন আসিফ। এর আগে তিনি ইরানে ছিলেন।
সরাসরি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত একজনের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পরপরই যোগাযোগ করেছিলেন আসিফ। পরে অজ্ঞাত ওই ব্যক্তির সঙ্গে আসিফের যোগাযোগের বিষয়টি পুলিশ জেনে যায়। গত জুলাইয়ে গ্রেপ্তার করা হয় তাকে। বর্তমানে নিউ ইয়র্কে হেফাজতে রয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গরাল্যান্ড দাবি করেছেন, আমেরিকার বেশ কয়েকজন নেতাকে হত্যার ছক কষেছিল আসিফ।
ইরানের পক্ষ থেকে হত্যাচেষ্টা করা হচ্ছে, এমন খবরের পরিপ্রেক্ষিতে গত জুনেই ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে এরই মধ্যে ট্রাম্পের ওপর এক দফা হামলা হয়েছে।
এফবিআইয়ের পরিচালক বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রভাবশালী নাগরিকদের হত্যায় বিদেশি ষড়যন্ত্র চলছে। এটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।’
/ফিরোজ/