ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে ট্রাম্পের সাক্ষাৎকার নিতে দেরি হলো ইলন মাস্কের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৫:২০, ১৩ আগস্ট ২০২৪
যে কারণে ট্রাম্পের সাক্ষাৎকার নিতে দেরি হলো ইলন মাস্কের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সাক্ষাৎকার নিয়েছেন বিশ্বখ্যাত ধনকুবের ইলন মাস্ক। স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় সাক্ষাৎকার শুরু হয়। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে নির্ধারিত সময়ের চেয়ে ৪০ মিনিট পরে শুরু হয় সাক্ষাৎকারটি। এর কারণ হিসেবে সাইবার আক্রমণকে দায়ী করেছেন ইলন মাস্ক।

দুই ঘণ্টার কথোপকথনের শেষে মাস্ক ট্রাম্পের প্রতি তার সমর্থন জানান এবং মধ্যপন্থী ভোটারদের রিপাবলিকানদের প্রচারণাকে সমর্থন করার আহ্বানও জানান। 

বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ককে সোমবার সাক্ষাৎকার দেবেন ডোনাল্ড ট্রাম্প, এমন ঘোষণা আগেই দেওয়া ছিল। ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্সে সেটা সরাসরি সম্প্রচারের সময়ও জানানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তা শুরু হয়নি।

আধা ঘণ্টার বেশি সময় পরে হাজির হন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। কিন্তু অনেক মানুষ তাদের কথা সরাসরি শুনতে পারেননি। এই পরিস্থিতি দুজনকেই বিব্রত করে।

ইলন মাস্ক এক এক্স পোস্টে জানান, ‘এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার (ডি-ডস) হামলা হয়েছে। এটা ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে।’

ট্রাম্প ও ইলন মাস্কের এই সাক্ষাৎকার নিয়ে বিপুল আগ্রহ ছিল সাধারণ মানুষের। মাস্ক লিখেছেন, ‘এক সঙ্গে যাতে ৮০ লাখ মানুষ সাক্ষাৎকারটি দেখতে ও শুনতে পারেন, সেই কারিগরি প্রস্তুতি আমরা নিয়েছিলাম।’

দুইজনের মধ্যে কথোপকথন শুরু হওয়ার পর মাস্ক  বলেন, ‘কথিত সাইবার হামলা দেখিয়ে দিয়েছে, ট্রাম্প যা বলেছেন তা শোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধিতা রয়েছে।’ এই প্রযুক্তিগত সমস্যা কী বা কারা হামলার পিছনে থাকতে পারে তা স্পষ্ট নয়।

সম্প্রতি বিভিন্ন জরিপে দেখা গেছে, ট্রাম্পের জনপ্রিয়তাকে ছাড়িয়ে গেছেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস।

গত কয়েক সপ্তাহে তিনি কয়েকটি সফল নির্বাচনী সভা করেছেন। এতে পিছিয়ে পড়েছেন ট্রাম্প। এই পরিস্থিতিতে মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ট্রাম্প ভোটারদের কাছে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

২০২১ সালের ৬ জানুয়ারি যখন ট্রাম্পের সমর্থকেরা যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হামলা চালান তখনকার টুইটারে ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু ইলন মাস্ক প্রতিষ্ঠানটি কিনে নেওয়া এবং নাম বদলে ফেলার পর অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়া হয়।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়