ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র অপুষ্টি দ্রুত বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩২, ১৮ আগস্ট ২০২৪  
ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র অপুষ্টি দ্রুত বাড়ছে

ইয়েমেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে তীব্র অপুষ্টি দ্রুত বাড়ছে। জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা রোববার একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
 
ইয়েমেনে সৌদি সমর্থিত সরকার এবং ইরান সমর্থিত হুথি মিলিশিয়াদের মধ্যে বছরের পর বছর ধরে যুদ্ধ চলছে। দীর্ঘযুদ্ধের কারণে ইতিমধ্যে ব্যাপকভাবে দরিদ্র আরব উপদ্বীপটির অর্থনৈতিক পতন ঘটেছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি হয়েছে।

একটি প্রতিবেদনে ইয়েমেনে জাতিসংঘের ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) টেকনিক্যাল গ্রুপ জানিয়েছে, কলেরা ও হামের মতো রোগের বিস্তার, বৃহত্তর অর্থনৈতিক পতন, পুষ্টিকর খাবারের অভাব, পানীয় জলের অভাবের সম্মিলিত প্রভাব থেকে অপুষ্টি আরও খারাপ হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে পাঁচ বছরের কম বয়সী শিশুরা তীব্র অপুষ্টিতে ভুগছে। সরকার নিয়ন্ত্রিত এলাকায় অপুষ্টির হার আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়েছে। এই সংখ্যা প্রায় ছয় লাখ। এদের মধ্যে আবার এক লাখ ২০ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার। প্রথমবারের মতো প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের লোহিত সাগরের উপকূল, সেইসাথে তাইজ নিম্নভূমির আল মাখা জেলা সহ আল খাওখাহ এবং হেইস জেলাগুলো সহ দক্ষিণ হোদেইদাহ নিম্নভূমিতে তীব্র অপুষ্টির মাত্রা ‘অত্যন্ত গুরুতর’।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়