ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিষিদ্ধ সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করলো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৩ সেপ্টেম্বর ২০২৪  
নিষিদ্ধ সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করলো উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া প্রথমবারের মতো তার পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদনকারী সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে। শুক্রবার এ ছবি প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

শুক্রবার দেশটির শীর্ষনেতা কিম জং উন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছিলেন। উনের পরমাণু অস্ত্র ইনস্টিটিউট এবং অস্ত্র-গ্রেডের পারমাণবিক উপকরণগুলোর উৎপাদন ঘাঁটি পরিদর্শনের এটি প্রথম প্রকাশিত ছবি। এই ছবি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির অভ্যন্তরের একটি বিরল চিত্র প্রদান করে বলে মন্তব্য করেছে রয়টার্স। কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

আরো পড়ুন:

প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, কিম জং উন ধাতব সেন্ট্রিফিউজের দীর্ঘ সারিগুলোর মধ্যে হাঁটছেন। তবে উন কখন কেন্দ্রটি পরিদর্শন করেছেন তা স্পষ্ট করা হয়নি।

কিম কর্মীদের কৌশলগত পারমাণবিক অস্ত্রের জন্য আরও উপকরণ তৈরি করার আহ্বান জানিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবেলার জন্য দেশের পারমাণবিক অস্ত্রাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আত্মরক্ষার জন্য এবং আগাম আক্রমণের সক্ষমতার জন্য অস্ত্রের প্রয়োজন।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়