ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা থেকে হংকং যাওয়ার ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:০৮, ১৮ সেপ্টেম্বর ২০২৪
ঢাকা থেকে হংকং যাওয়ার ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

বাংলাদেশ থেকে হংকং যাওয়ার পথে একটি ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ৪৭ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রীর মৃত্যু হয়েছে। তিনি আকস্মিকভাবে ঢলে পড়েন এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনায় ওই বাংলাদেশি যাত্রীর ময়নাতদন্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) হংকং পুলিশের বরাত দিয়ে সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকা থেকে হংকংগামী ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে মারা গেছেন এক বাংলাদেশি যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় রাত ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকংয়ে পৌঁছায়। ফ্লাইট মাঝ আকাশে থাকা অবস্থায় ওই যাত্রীর মৃত্যু হয়।  

প্রতিবেদনে মৃত ওই বাংলাদেশি যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি ৪৭ বছর বয়সী ছিলেন বলে জানা গেছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পর তারা একটি প্রতিবেদন পায়, যেটিতে বলা হয়, মৃত ওই ব্যক্তি বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন কর্মকর্তারা। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনার পর হংকং এয়ারক্রু অফিসার্স অ্যাসোসিয়েশন যেকোনও যাত্রীকে ফ্লাইটে গুরুতরভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তা কেবিন ক্রুকে জানানোর অনুরোধ করেছে। এটি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জোর দিয়েছেন তারা।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়