ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণার পর ইরানকে নিন্দা জানালেন গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ২ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫৩, ২ অক্টোবর ২০২৪
ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণার পর ইরানকে নিন্দা জানালেন গুতেরেস

ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণার কয়েক ঘণ্টা পর ইরানের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এ নিন্দা জানিয়েছেন।

গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘ইটের বদলে পাটকেলের সহিংসতার মারাত্মক চক্র’ বন্ধ করার এখনই উপযুক্ত সময়।

আরো পড়ুন:

গুতেরেস মঙ্গলবার ইরানের হামলার পরপর প্রাথমিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তবে ইরানের হামলার বিষয়ে বিশেষভাবে উল্লেখ না করায় ইসরায়েল বুধবার তাকে তেল আবিবে অবাঞ্ছিত বলে ঘোষণা দেয়।

বুধবার গুতেরেস বলেছেন, তিনি এপ্রিলে হামলার নিন্দা করেছিলেন এবং ‘আমি যে নিন্দা প্রকাশ করেছি তার পরিপ্রেক্ষিতে গতকাল যেমনটি স্পষ্ট হওয়া উচিত ছিল, আমি আবারও ইসরায়েলের উপর ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাই।’

তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে ভয়াবহ দাবানল দ্রুত আগুনে পরিণত হচ্ছে। গত সপ্তাহ থেকে পরিস্থিতি খারাপ থেকে, অনেক বেশি, আরও খারাপ হয়েছে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়