ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মরিশাসের হাতে চাগোস দ্বীপপুঞ্জ তুলে দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৫৪, ৩ অক্টোবর ২০২৪
মরিশাসের হাতে চাগোস দ্বীপপুঞ্জ তুলে দিচ্ছে যুক্তরাজ্য

ভারত মহাসাগরে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জকে মরিশাসের হাতে তুলে দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। তবে এর জন্য দ্বীপপুঞ্জটির দিয়েগো গার্সিয়া দ্বীপে মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি স্থাপনের শর্ত আরোপ করেছে যুক্তরাজ্য।

১৯৬০ ও ১৯৭০ এর দশকে চাগোসের বাসিন্দাদের বহিষ্কার করেছিল যুক্তরাজ্য, যাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে বর্ণনা করা হয়েছে। ১৯৬৮ সালে মরিশাস স্বাধীনতা লাভ করার পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ছিল চাগোস দ্বীপপুঞ্জ। কারণ স্বাধীনতা পাওয়ার জন্য শর্ত হিসেবে চাগোস দ্বীপগুলোকে ছেড়ে দিতে বাধ্য করা হয়েছিল মরিশাসকে। এই দ্বীপপুঞ্জকে ‘আফ্রিকায় ব্রিটেনের শেষ কলোনি’ হিসাবে উল্লেখ করা হয়। 

চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের জন্য ২০২২ সাল থেকে আলোচনা চলে আসছে। ১৩ দফা বৈঠকের পর অবশেষে এই দ্বীপপুঞ্জকে সার্বভৌমত্ব দিতে সম্মত হয়েছে যুক্তরাজ্য। এর আগে অবশ্য ২০১৯ ও ২০২১ সালে চাগোস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বে সমর্থন দিয়েছিল, আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘের সাধারণ পরিষদ ও ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি (ইটলস)।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়