ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় বন্দুকধারীদের গুলিতে পুলিশসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১২ অক্টোবর ২০২৪  
রাশিয়ায় বন্দুকধারীদের গুলিতে পুলিশসহ নিহত ৩

রাশিয়ার উত্তর ককেসাস অঞ্চলের ইঙ্গুশেটিয়ায় স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তাকে বহনকারী গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীদের ছোড়া গুলিতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

তদন্তকারীদের উদ্ধৃত করে আজ শনিবার রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।খবর রয়টার্সের।

রাশিয়ার তদন্তকারী সংস্থার স্থানীয় শাখাকে উদ্ধৃত করে তাস জানায়, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ইঙ্গুশেটিয়ার সন্ত্রাস দমন কেন্দ্রের উপপ্রধানের জন্য বরাদ্দ করা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে অজ্ঞাত বন্দুকধারীরা।

তদন্তকারী সংস্থার স্থানীয় শাখা জানায়, ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করে হামলার নেপথ্যে থাকা ব্যক্তিদের খোঁজা হচ্ছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর বন্দুকধারীরা ঘটনাস্থল থেকে সরে পড়ে প্রতিবেশী অঞ্চল উত্তর ওসেটিয়ার দিকে পালিয়ে যায়। হামলায় আহতও হয়েছেন বেশ কয়েকজন। 

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়