ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্প আমেরিকানদের ওপর প্রতিশোধ নেবেন: হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:১১, ৩০ অক্টোবর ২০২৪
ট্রাম্প আমেরিকানদের ওপর প্রতিশোধ নেবেন: হ্যারিস

নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিস আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেছেন, নির্বাচনে জয় পেলে ডোনাল্ড ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে প্রতিশোধের ঢল শুরু করবেন। তার প্রতিহিংসার শিকার ব্যক্তিদের মধ্যে সাধারণ আমেরিকানও রয়েছে। মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির এলিপসে নিজের ‘সমাপনী যুক্তি’ তে তিনি এ কথা বলেছেন।

হ্যারিস বলেছেন, ‘৯০ দিনেরও কম সময়ের মধ্যে ডোনাল্ড ট্রাম্প বা আমি ওভাল অফিসে থাকব। নির্বাচিত হলে প্রথম দিন ডোনাল্ড ট্রাম্প শত্রুদের তালিকা নিয়ে সেই অফিসে প্রবেশ করবেন। নির্বাচিত হলে, আমি আমেরিকান জনগণের জন্য কী করব তার অগ্রাধিকারপূর্ণ একটি করণীয় তালিকা নিয়ে পথ চলব।’

আরো পড়ুন:

নির্বাচনে পরাজিত হওয়ার পরে ওয়াশিংটন ডিসির এলিপসে ২০২১ সালে ৬ নভেম্বর ট্রাম্প তার সমর্থকদের ‘নরকের মতো লড়াই করতে’ বলেছিলেন। এর কিছুক্ষণ পরেই ট্রাম্প সমর্থকরা ক্যাপিটল হিলে ভাঙচুর শুরু করেছিল। সেই এলিপসে দাঁড়িয়েই মঙ্গলবার হ্যারিস বিজয়ী হলে মার্কিনিদের স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। 

হ্যারিস বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আমেরিকার সেসব নাগরিকদের বিরুদ্ধে ব্যবহার করতে চান, যারা তার সাথে একমত নন। তিনি তাদেরকে ভেতরের শত্রু বলে ডাকেন। তিনি এমন প্রার্থী নন, যিনি কীভাবে আপনাদের জীবনকে আরো ভাল করা যায় তা নিয়ে ভাবেন। বরং, তিনি এমন একজন ব্যক্তি যিনি অস্থির, প্রতিশোধে আচ্ছন্ন, চরম ক্ষুব্ধ এবং অনিয়ন্ত্রিত শক্তিতে পূর্ণ।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়