ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ২১:০৮, ৫ নভেম্বর ২০২৪
হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখবেন বাইডেন

প্রেসিডেন্ট  নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের বিপরীতে তারই প্রতিদ্বন্দ্বিতা করার কখা ছিল। কিন্তু সেই ট্রাম্পের কাছেই বিতর্কে পরাজয়ের রেশ ধরে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রার্থীতা প্রত্যাহার করতে হয়েছিল এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থীতার জায়গা ছেড়ে দিতে হয়েছিল। সেই জো বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে বসে নির্বাচনের খবরাখবর নেবেন।

সাম্প্রতিক দিনগুলোতে জনসমাগমে বাইডেন তুলনামূলকভাবে কমই হাজির হয়েছেন। মঙ্গলবার ভোটের দিন তিনি বিগত সপ্তাহগুলোর ধারাবাহিকতাই বজায় রাখবেন, অর্থাৎ জনসমাগমে হাজির হবেন না। এছাড়া তার সফরসূচিতে কোনো সরকারি অনুষ্ঠানও নেই আজ।

আরো পড়ুন:

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউস থেকে দীর্ঘদিনের সহযোগী ও সিনিয়র কর্মীদের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখবেন। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়