ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

বিজয়ী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২০, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫৯, ৯ নভেম্বর ২০২৪
বিজয়ী ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প অনানুষ্ঠানিকভাবে বিজয়ী হয়েছেন। বুধবার সর্বশেষ তথ্য অনুযায়ী, তিনি ২৭৯টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য তার ২৭০টি ভোটের প্রয়োজন ছিল।

এ বিজয়ের মাধ্যমে তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে দ্বিতীয়বার অসাধারণভাবে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। চার বছর আগে পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি মার্কিন ক্যাপিটলে একটি সহিংস বিদ্রোহের জন্ম দিয়েছিলেন, অপরাধমূলক অভিযোগে দোষী সাব্যস্ত হন এবং দুটি হত্যা প্রচেষ্টার অভিযোগ থেকে বেঁচে যান।

এবারের নির্বাচনে জনপ্রিয়তার বিচারে ট্রাম্প পেয়েছেন সাত কোটি ১৭ লাখ ৬৯ হাজার ৯৬৮ ভোট বা ৫১ দশমিক শূন্য দশমিক ৫ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস পেয়েছেন ছয় কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৫০০ ভোট বা ৪৭ দশমিক ৪৬ শতাংশ ভোট।

আরো পড়ুন:

তিন সুইং স্টেটে জয়ের পর নেভাদাও হচ্ছে ট্রাম্পের

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত ৭টি অঙ্গরাজ্যের মঙ্গে ৩টিতে ইতিমধ্যে ট্রাম্পের জয় নিশ্চিত হয়েছে। আর এবার আরেকটি সুইং স্টেট নেভাদাতেও জয়ের পথে রয়েছেন ট্রাম্প।

সিবিএস নিউজ জানিয়েছে, নেভাদায় ৭৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৫ শতাংশ এবং কমলা হ্যারিসের পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ৮ শতাংশ। 

নেভাদায় জয় পেলে ৬টি ইলেক্টোরাল ভোট যুক্ত হবে ট্রাম্পের খাতায়। ট্রাম্প ইতিমধ্যে ২৬৬টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ২৭০। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ভোট।

ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার পথে ট্রাম্প। জয়ের জন্য তার প্রয়োজন আর মাত্র ৪টি ইলেক্টোরাল ভোট। তবে তার আগেই ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এরপর থেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা।

বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বার্তায় বলেন, ‘ইতিহাসের সেরা প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে শক্তিশালী বন্ধনের একটি প্রতিশ্রুতি প্রদান করে।

ট্রাম্পের জয়কে নেতানিয়াহু ‘একটি বিশাল বিজয়’ বলে অভিহিত করেছেন।

ভিক্টর আরবান

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘মার্কিন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন! প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন। বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়!’

ট্রাম্পের সঙ্গে কাজ করার প্রত্যাশা ন্যাটো মহাসচিবের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের কাছাকাছি থাকায় তার সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তিনি বলেন, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে আগ্রহী।

মার্ক রুটে বলেন, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি আমরা। এর মধ্যে রয়েছে রাশিয়ার আক্রমণাত্মক অবস্থান, সন্ত্রাসবাদ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা এবং চীন, রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের ক্রমবর্ধমান সহযোগিতা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার  ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনার ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা আমাদের মুক্তি, গণতন্ত্র ও উদ্যোগের অভিন্ন মূল্যবোধ রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছি।’

দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ান সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ট্রাম্পের এই বিজয় ইউক্রেনের জন্য সমস্যা তৈরি করতে পারে। যদিও ট্রাম্প এই যুদ্ধের জন্য মার্কিন আর্থিক সহায়তা কতটা কমাতে পারবেন সে বিষয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করেন।

ইতালির প্রধানমন্ত্রী
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, ‘আমার এবং ইতালির সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। ইতালি ও যুক্তরাষ্ট্র বন্ধু রাষ্ট্র, দুটি অবিচলিত মৈত্রী, সাধারণ মূল্যবোধ এবং ঐতিহাসিক বন্ধুত্বের মাধ্যমে যুক্ত। এটি একটি কৌশলগত বন্ধন, যা আমি নিশ্চিত আরও শক্তিশালী হবে।’

এছাড়া ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কুফ, অস্ট্রিয়ান চ্যান্সেলর কার্ল নেহামারও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

ইলন মাস্ক নতুন তারকা: ট্রাম্প
সমর্থকদের উল্লাসের মধ্যে ট্রাম্প বিজয় মঞ্চে ওঠার পরই এক ব্যক্তিত্বকে নিয়ে কথা বলেছেন, যিনি তার নির্বাচনী প্রচারে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন। তিনি হচ্ছেন, ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এর মালিক এবং বিশ্বের শীর্ষ ধনী মাস্ককে রিপাবলিকান পার্টির নতুন তারকা বলে অভিহিত করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, মাস্ক একজন চমৎকার মানুষ।

পাম বিচের মঞ্চ থেকে বিজয় ঘোষণা করলেন ট্রাম্প
ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে প্রস্তুতকরা মঞ্চে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন ট্রাম্প। আর তখনই গুরুত্বপূর্ণ সুই স্টেটে পেনসিলভানিয়ার ফলাফল এসেছে। সেখানে ১৯টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন। এই ফলাফল পাওয়ার পরই ট্রাম্প মঞ্চ থেকে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন।

জয় দাবি ট্রাম্পের, বললেন ‘এটি দুর্দান্ত বিজয়’

ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করে বলেন, ‘এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়।’

ট্রাম্প এখনও প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ইলেক্টোরাল কলেজ ভোট অর্জন করতে পারেননি। তিনি এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক সংখ্যা ২৭০। ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস পেয়েছেন ২১৪ ভোট। কিছু সময়ের মধ্যেই ট্রাম্প ম্যাজিক সংখ্যা ছুঁয়ে ফেলবেন বলে মনে করা হচ্ছে।

ভাষণের জন্য প্রস্তুত ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তা এখন প্রায় অনেকটাই নিশ্চিত। ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। 

ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক সোশ্যাল মিডিয়ায় তার বাবার একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে স্ক্রিপ্ট হাতে ভাষণের জন্য প্রস্তুত ট্রাম্প।

ট্রাম্পের দরকার মাত্র ৪ ভোট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ম্যাজিক  সংখ্যা ২৭০। অর্থাৎ মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৭০ টি পেলে জয় নিশ্চিত।

বিবিসি লিখেছে, এ পর্যন্ত প্রাপ্ত অনানুষ্ঠানিক ফলাফলে ট্রাম্প এরই মধ্যে ২৬৬ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।  

বার্তা সংস্থা এপি লিখেছে, কমলা পেয়েছেন ২১৪ ভোট। কিছু সময়ের মধ্যে জয় পরাজয় নিশ্চিত হয়ে যাবে বলে আভাস পাওয়া যাচ্ছে। 

এরই মধ্যে কমলার সমর্থকদের কান্নায় ভেঙে পড়ার দৃশ্য দেখা গেছে। বিপরীতে ট্রাম্প শিবিরে দেখা যাচ্ছে উল্লাস।

পেনসিলভেনিয়ায় জয় ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে

সুইং স্টেট নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ার পর এবার পেনসিলভেনিয়ায় বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে তিনি এখন হোয়াইট হাউস জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বলে মনে করা হচ্ছে। যেকোনো মহূর্তে ট্রাম্প মঞ্চে এসে নিজেকে বিজয়ী ঘোষণা দেবেন বলে প্রত্যাশা করছেন ভক্তরা।

ডেমোক্র্যাটরা উদ্বিগ্ন আর উচ্ছ্বসিত রিপাবলিকানরা
আলাস্কা ও হাওয়াইয়ের মাধ্যমে এই বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সব ভোটগ্রহণ শেষ হয়েছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৬টি এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ১৮৭টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, হোয়াইট হাউসে জয়ের জন্য একজন প্রার্থীর ২৭০টি ভোট প্রয়োজন। এখন পর্যন্ত দু'টি সুইং স্টেটের ফলাফল ঘোষণা করা হয়েছে – নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়া। আর উভয় রাজ্যেই জয়ী হয়েছেন ট্রাম্প।

এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ সুইং রাজ্যের ফলাফল বাকি, যদিও প্রাথমিক পূর্বাভাসে দেখা যাচ্ছে ট্রাম্প এগিয়ে আছেন।

মিশিগানে ডেমোক্র্যাটিক দাতা এবং কৌশলবিদরা বিবিসির আইওন ওয়েলসকে জানিয়েছেন যে তারা ‌খুবই হতাশা বোধ করছেন।

অন্যদিকে, নাদা তাওফিক ফ্লোরিডায় ট্রাম্পের শিবিরে উত্তেজনা এবং লক্ষ্য স্থির করার অনুভূতির কথা জানাচ্ছেন।

কমলার নির্বাচনী ওয়াচ পার্টি ছেড়ে যাচ্ছেন সমর্থকরা

হাওয়ার্ড ইউনিভার্সিটির কেন্দ্রে অবস্থিত যে মাঠে কমলার সমর্থকরা উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন, সে মাঠ ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াতে ডোনাল্ড ট্রাম্পের জয়ের খবরের পরপরই কমলা সমর্থকরা ঘরে ফিরতে শুরু করেছেন। শত শত সমর্থক নির্বাচনী ওয়াচ পার্টি ত্যাগ করছেন।তাদের বেশিরভাগই মিডিয়ার সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। এদিকে, আজ রাতের ওয়াচ পার্টিতে কমলার উপস্থিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা


গুরুত্বপূর্ণ সুইং স্টেটে জয় উদযাপন করছেন ট্রাম্প সমর্থকরা। নির্বাচনি ফলাফলে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে তার সমর্থকদের উল্লাসের ছবি সামনে আসছে।

কেউ ট্রাম্পের নির্বাচনি প্রচারণার স্লোগান ‘মেইক অ্যামেরিকা গ্রেট এগেইন’, সংক্ষেপে ‘মাগা’ লিখা টুপি পরেছেন, আবার কেউ আমেরিকার পতাকা গায়ে জড়িয়েছেন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন রিপাবলিকানরা

ডেমোক্র্যাটিক পার্টির কাছ থেকে মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে যাচ্ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এখন পর্যন্ত রিপাবলিকানরা সিনেটের ৫১টি আসন নিশ্চিত করেছে। অপরদিকে, ডেমোক্র্যাটরা পেয়েছেন ৪২টি আসন। ৫০ আসন পেলেই সিনেটের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়। 

জর্জিয়ায় জিতলেন ট্রাম্প

গুরুত্বপূর্ণ আরও একটি সুইং স্টেট জর্জিয়ায় বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৩০ বছর পর এই প্রথম জর্জিয়ায় জয় পেল রিপাবলকানরা। 

ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত নর্থ ক্যারোলাইনায় বিজয়ী ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড হিসেবে খ্যাত নর্থ ক্যারোলাইনায় জিতেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর ফলে রাজ্যটির ১৬টি ইলেকট্রোরাল ভোট পেয়েছেন তিনি। 

এটি ট্রাম্পের জন্য বড় ধরনের সুখবর। কারণ এটি প্রেসিডেন্ট নির্বাচনী দৌঁড়ে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট নিশ্চিত করার পথে তাকে এগিয়ে রাখবে।

তবে বাকি ৬টি সুইং স্টেটের ফলাফল এখনও জানা যায়নি। যার মানে ফলাফল কমলা হ্যারিসের পক্ষেও যেতে পারে, বিশেষ করে যদি কমলা তিনটি রাস্ট বেল্ট রাজ্য - উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগান জয় করতে পারেন।

২০১৬ এবং ২০২০ সালের নির্বাচনেও নর্থ ক্যারোলাইনায় রিপাবলিকানরা জিতেছিলেন। সর্বশেষ ডেমোক্র্যাটিক প্রার্থী যেনি এই রাজ্যে জয়লাভ করেন তিনি ২০০৮ সালে বারাক ওবামা।

টেক্সাসে ট্রাম্পের জয়, ক্যালিফোর্নিয়ায় কমলা

টেক্সাসে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। একইসঙ্গে অঙ্গরাজ্যটির ৪০টি ইলেকটোরাল বোট পেয়েছেন এ রাজনীতিবিদ। রাজ্যটি রিপাবলিকানদের জন্য আগে থেকেই শক্ত ঘাঁটি ছিল।

এদিকে, ক্যালিফোর্নিয়ায় জয়ী হতে যাচ্ছেন কমলা। সংবাদমাদ্যম এপির প্রতিবেদন অনুযায়ী, ৪০ লাখ ভোটারের এই অঙ্গরাজ্যে ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট। রাজ্যটি ডেমোক্রেটদের ঘাঁটি বলে বিবেচিত।

পেনসিলভানিয়ায় ভোট জালিয়াতির অভিযোগ ট্রাম্পের

সুইং স্টেট পেনসিলভানিয়ায় ভোটের ক্ষেত্রে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ তুলেছেন ট্রাম্প। পেনসিলভানিয়ার শহর ফিলাডেলফিয়ায় ব্যাপক ভোটারের উপস্থিতির খবরের মধ্যে ট্রাম্প বলেছেন, ‘এই শহরে ব্যাপক জালিয়াতির বিষয়ে আমার অনেক কথা বলার আছে।’ 

তবে রাজ্যের এক নির্বাচন কর্মকর্তা ট্রাম্পের দাবি অস্বীকার করে এটিকে ‘বিভ্রান্তির আরেক উদাহরণ’ বলে অভিহিত করেছেন।

/ফিরোজ/সাইফ/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়