ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

গাজায় আরও দুই সাংবাদিক নিহত, এ পর্যন্ত ১৮৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৯, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:০৫, ১০ নভেম্বর ২০২৪
গাজায় আরও দুই সাংবাদিক নিহত, এ পর্যন্ত ১৮৮

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ উপত্যকায় ইসরায়েলি হামলায় ১৮৮ জন সাংবাদিক নিহত হলেন। খবর আনাদোলু এজেন্সির। 

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নতুন করে নিহত সাংবাদিকরা হলেন নিউজ মিডিয়া নেটওয়ার্কের আল-জাহরা আবু সুখাইল এবং আহমেদ আবু সুখিল। শনিবার (৯ নভেম্বর) গাজা শহরের বাস্তুচ্যুতদের আশ্রয় দেওয়ার জন্য একটি স্কুলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হন।

গাজার মিডিয়া অফিস ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর নিন্দা জানিয়েছে। প্রতিষ্ঠানটি গণমাধ্যমকর্মীদের হত্যা বন্ধ করতে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

বিধ্বংসী ইসরায়েলি বিমান হামলা, দুর্ভিক্ষ, জনসংখ্যার বাস্তুচ্যুতি ও ভবন ধ্বংসসহ যুদ্ধের খবর সংগ্রহের চেষ্টা করার কারণে গাজার সাংবাদিকরা বিশেষভাবে উচ্চ ঝুঁকির সম্মুখীন হয়ে থাকেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের মতে, গত তিন দশকের অন্য যেকোনো সংঘাতের চেয়ে গাজায় ইসরায়েলি যুদ্ধে গত এক বছরে বেশি সাংবাদিক নিহত হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস হামলা চালানোর পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থলবাহিনীও।

ইসরায়েলি বাহিনীর এক বছরেরও বেশি সময় ধরে চলমান অভিযানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়