ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

ভারতে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৩ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৫, ১৩ নভেম্বর ২০২৪
ভারতে প্রথমবার রাষ্ট্রদূত নিয়োগ তালেবানের

আফগানিস্তানের ক্ষমতায় আসার তিন বছরেরও বেশি সময় পরে ভারতে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিলো তালেবান। ভারতে বসবাসকারী আফগান শিক্ষার্থী ইকরামউদ্দিন কামিলকে মুম্বাইয়ের উপদূতাবাসের দায়িত্ব দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে এনডিটিভি। 

কামিল দিল্লির সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র।

২০২১ সালের ১৫ আগস্ট গৃহযুদ্ধের মাধ্যমে ক্ষমতা দখল করলেও এখনো জাতিসংঘের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের পূর্ববর্তী সরকারের কূটনীতিকরা ভারত ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছিল। তবে একজন আফগান কূটনীতিক থেকে গিয়েছিলেন ভারতে। তিনিই দূতাবাসের যাবতীয় কাজ চালাচ্ছিলেন এতদিন।

আরো পড়ুন:

মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিভাগের যুগ্ম সচিব যুগ্মসচিব জে পি সিং আফগানিস্তান সফর করেন। কাবুলে তিনি দেখা করেন তালিবান প্রতিরক্ষী মন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুবের সঙ্গে। এর পর বুধবার মুম্বাইয়ের দপ্তরে আফগান রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি সামনে আসে। এক্স হ্যান্ডেলে ইকরামউদ্দিন কামিলের নিয়োগের কথা জানান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়