ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩২ বছর স্নান করেননি তিনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৪ জানুয়ারি ২০২৫  
৩২ বছর স্নান করেননি তিনি

উচ্চতা তার ৩ ফুট ৮ ইঞ্চি। ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে আকর্ষণের কেন্দ্রে তিনিই। নারী থেকে পুরুষ, তরুণ থেকে প্রবীণ, সকলেই এসে তার পা ছুঁয়ে প্রণাম করছেন। মাথায় হাত রেখে আশীর্বাদ বিলোচ্ছেন ‘ছোটু বাবা’ ওরফে গঙ্গাপুরী মহারাজ। তার দাবি, গত ৩২ বছর ধরে স্নান করেননি তিনি। মহাকুম্ভেও গঙ্গায় স্নানে নামবেন না। তবে মেলার শেষ দিন পর্যন্ত থেকে যাবেন। খবর আনন্দবাজার অনলাইন।

গঙ্গাপুরীর বয়স ৫৭ বছর। আসামের কামাখ্যা পীঠ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় এসেছেন তিনি। সঙ্গমের তীরে নিজের একটি ছাউনি তৈরি করেছেন। সেখানে বসেই সকাল-বিকেল ভক্তদের আশীর্বাদ বিলিয়ে চলেছেন গঙ্গাপুরী। 

তিনি জানিয়েছেন, এখানে আসতে পেরে খুব খুশি। তবে পুণ্যতিথিতে সঙ্গমে স্নান করতে নামবেন না। কেন? গঙ্গাপুরী জানিয়েছেন, তার মনের ইচ্ছাপূরণ হয়নি। সেই ইচ্ছাপূরণ না হওয়া পর্যন্ত স্নান করবেন না বলে পণ করেছেন।

১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হয়। চলতি বছর ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। ১৪ এবং ২৯ জানুয়ারি, ৩ ফেব্রুয়ারি স্নানের তিথি রয়েছে। সেই পুণ্যস্নান করতে প্রয়াগরাজে জড়ো হয়েছেন লাখ লাখ মানুষ। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়