ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:৫১, ৮ জানুয়ারি ২০২৫
শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত।

বিষয়টি অবগত রয়েছেন এমন সূত্র ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

আরো পড়ুন:

বিস্তারিত উল্লেখ না করে সূত্রটি হিন্দুস্তান টাইমসকে আরো জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট এবং এটি করা হয় স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে।

ভারতে শরণার্থী এবং আশ্রয়ের কোনো সুনির্দিষ্ট আইন নেই উল্লেখ করে দেশটিতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় মঞ্জুরের জল্পনা উড়িয়ে দিয়েছেন সূত্রটি।

প্রসঙ্গত, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত মাসের ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যার্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা।

তবে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গত রবিবার (৫ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার চিঠির কোনো উত্তর এখনও ভারত দেয়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়