ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় ভোট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১৫ জানুয়ারি ২০২৫  
গাজা যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় ভোট

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার জানিয়েছেন, তিনি বুধবার তার ইউরোপ সফর সংক্ষিপ্ত করছেন। বৃহস্পতিবার গাজা বন্দিদের মুক্তি ও যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে নিরাপত্তা মন্ত্রিসভা এবং সরকারি ভোটে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “জিম্মি মুক্তি আলোচনার অগ্রগতির পর মন্ত্রী সার তার কূটনৈতিক সফর সংক্ষিপ্ত করেছেন, যা আগামীকাল হাঙ্গেরিতে অব্যাহত থাকার কথা ছিল। নিরাপত্তা মন্ত্রিসভা ও সরকারের প্রত্যাশিত আলোচনা এবং ভোটে অংশগ্রহণের জন্য তিনি আজ রাতে ইসরায়েলে ফিরে আসবেন।”

এদিকে, হামাস আল জাজিরা আরবিকে জানিয়েছে, খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের কাছে প্রস্তাবিত যুদ্ধবিরতি এবং বন্দি চুক্তির বিষয়ে হামাসের অনুমোদন হস্তান্তর করেছে।

প্রসঙ্গত, বুধবার রয়টার্স জানিয়েছে, ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে হাজার হাজার ফিলিস্তিনি নিহত এবং ছিটমহলটি ধ্বংস হয়ে যাওয়ার পর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পৌঁছেছেন আলোচকরা।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়