ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:০৭, ২৫ জানুয়ারি ২০২৫
নতুন ১৫ হাজার সদস্য নিয়োগ দিয়েছে হামাস

ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ হাজার থেকে ১৫ হাজার সেনা সদস্য নিয়োগ করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা কংগ্রেসের সদস্যদের কাছে এ সংক্রান্ত বিবরণ পেশ করেছেন। ব্রিফিংয়ে উপস্থিত দুই সদস্যের বরাত দিয়ে শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ১০ থেকে ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে। তবে নতুন নিয়োগ পাওয়া ইরান সমর্থিত যোদ্ধারা ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকি হিসেবে রয়ে যেতে পারে।

গাজা উপত্যকাকে ধ্বংস করে দেওয়া এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দেওয়া ১৫ মাস ধরে চলা সংঘাত অবসানে গত সপ্তাহে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

বাইডেন প্রশাসনের শেষ সপ্তাহগুলোতে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, হামাস সফলভাবে নতুন সদস্য নিয়োগ দিয়েছে। তবে এদের অনেকেই তরুণ ও অপ্রশিক্ষিত এবং সাধারণ নিরাপত্তার উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে।

এ ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

জানুয়ারিতে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে ফিলিস্তিনি ছিটমহলে হামাস যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে তার প্রায় সমান সংখ্যক যোদ্ধা নিয়োগ দিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে এটি ‘একটি স্থায়ী বিদ্রোহ এবং চিরস্থায়ী যুদ্ধের রেসিপি।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়