ঢাকা     মঙ্গলবার   ১১ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২৮ ১৪৩১

২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:২৫, ২৫ জানুয়ারি ২০২৫
২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল

হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। শনিবার তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

এর আগে চার ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। এর কয়েক ঘণ্টা পরেই ফিলিস্তিনিদের মুক্তি দিলো ইসরায়েল।

ইসরায়েলের কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের প্রকাশিত তালিকা অনুসারে ২০০ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি ওফের সামরিক কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

তিন দেশের মধ্যস্থতায় চলতি মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। যুদ্ধবিরতি চুক্তির প্রথম ৪২ দিনের পর্ব অনুসারে, ইসরায়েলি কারাগারে বন্দি এক হাজার ৯০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা হামাসের।
 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়