ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আইএসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৫
আইএসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) হামলা সংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনারী ও অন্যান্যদের ওপর বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল শনিবার এই হামলা চালানো হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে এই খবর জানিয়েছেন। 

ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বলেন, “এসব হত্যাকারীরা গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। মার্কিন বিমান হামলা লুকিয়ে থাকার গুহাগুলোকে ধ্বংস করেছে, সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে।” 

পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, “আইএসআইএস এবং অন্য যারা আমেরিকানদের আক্রমণ করবে তাদের প্রতি বার্তা হলো যে, আমরা তোমাদের খুঁজে বের করব এবং হত্যা করব!”

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ একটি পোস্টে, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদের কার্যালয় জানিয়েছে, তারা দেশের উত্তরাঞ্চলে সিনিয়র আইএস নেতৃত্বকে লক্ষ্য করে মার্কিন হামলার বিষয়ে অবহিত হয়েছে।

পোস্টে সোমালিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অটল সমর্থনকে স্বীকার করেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারক্ষমতাসম্পন্ন নেতৃত্বে স্বাগত জানান।

পোস্টটিতে আরো বলা হয়েছে, সর্বশেষ মার্কিন অভিযানটি চরমপন্থি হুমকি মোকাবেলায় সোমালিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী নিরাপত্তা অংশীদারিত্বকে আরো শক্তিশালী করবে।

এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, সোমালিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন। তবে বেসামরিক কারো কোনো ক্ষতি হয়নি।

সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলেও জানান পিট হেগসেথ।

মধ্যপ্রাচ্যে, বিশেষত ইরাক ও সিরিয়ায় গত দশকে আইএসের উত্থান হয়। তবে এখন আফ্রিকার কিছু অংশে নিষিদ্ধ এ সংগঠনের বিস্তার ঘটেছে।

আইএসের সোমালিয়া শাখা গঠিত হয় ২০১৫ সালে। আল–কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল–শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন আইএসের সোমালিয়া শাখা গড়ে তোলেন। আল–শাবাব সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়