ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্প-মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ 

কলকাতা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৩৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫
ট্রাম্প-মোদির বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আগামী সপ্তাহের ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ।  

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এমন কথা জানান।  

এ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে মিশ্রি বলেন, “বৈঠকের বিষয়বস্তু নিয়ে আগে থেকে কোনো কিছুই বলা সম্ভব নয়। তবে ওই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের বিষয়টিও উত্থাপন হতে পারে।” 

ছাত্রজনতার অভ্যুত্থানে গতবছর ৫ অগাস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য রাখাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনার মধ্যেই এই বিষয়টি সামনে এলো।

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা এবং ভারতীয় মিশনগুলোতে নিরাপত্তার বিষয় সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রসচিব বলেন, “এই ইস্যুতে ভারতের তরফে আগেই বিবৃতি প্রকাশ করা হয়েছে। এছাড়া, বাংলাদেশে ভারতীয় ডিপ্লোম্যাটিক মিশনে নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি স্বাগতিক দেশের সরকারের ওপর বর্তায়। আমার কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ সরকারও তাদের দায়িত্ব সম্পর্কে অবগত রয়েছে।”

ঢাকা/সুচরিতা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়