ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন বাণিজ্য শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১০:১৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫
নতুন বাণিজ্য শুল্ক ঘোষণা করবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সমস্ত স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করবেন। 

রবিবার (৯ ফেব্রুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট থেকে নিউ অরলিন্সে এনএফএল সুপার বোলে যাওয়ার পথে এই পরিকল্পনার কথা জানান ট্রাম্প।

আরো পড়ুন:

বিবিসির খবরে বলা হয়েছে, এই পদক্ষেপের সবচেয়ে বড় প্রভাব কানাডায় পড়বে।

ট্রাম্প আরো জানান, যেসব দেশ মার্কিন পণ্য আমদানিতে শুল্ক আরোপ করে, তাদের জন্য পাল্টা শুল্কের ঘোষণা আসছে। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশগুলো টার্গেট হবে বা কোনো ছাড় দেওয়া হবে কিনা।

ট্রাম্প বলেন, “যদি তারা আমাদের ওপর শুল্ক আরোপ করে, আমরাও তাদের ওপর পাল্টা ব্যবস্থা নিব।”

কানাডা এবং মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্টিল বাণিজ্য অংশীদার। কানাডা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ অ্যালুমিনিয়াম সরবরাহকারী দেশ।

ট্রাম্প তার প্রথম মেয়াদে, কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানিকৃত স্টিলের ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।

কিন্তু এক বছর পর কানাডা ও মেক্সিকো এই শুল্ক বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায়, যদিও ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক ২০২১ সাল পর্যন্ত বহাল ছিল।

আর এবার ট্রাম্পের নতুন ঘোষণার প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও প্রদেশের প্রিমিয়ার ডগ ফোর্ড ট্রাম্পের বিরুদ্ধে ‘নিয়ম পরিবর্তন এবং অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি’ করার অভিযোগ এনেছেন। কানাডার স্টিল উৎপাদন প্রধানত অন্টারিওতে কেন্দ্রীভূত।

ট্রাম্পের মন্তব্যের ফলে দক্ষিণ কোরিয়ার স্টিল এবং গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারের দামও কমেছে। দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে স্টিলের অন্যতম প্রধান রপ্তানিকারক।

স্টিল কোম্পানি পসকোর শেয়ারের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে, হুন্ডাই স্টিলের শেয়ারের দাম ২ দশমিক ৯ শতাংশ কমেছে।

গাড়ি নির্মাতা কিয়া কর্পোরেশনের শেয়ারের দামও সকালের লেনদেনের সময় ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়