ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

ফের উত্তাল সিরিয়া, নিহত ৩১১

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১৫:১৬, ৮ মার্চ ২০২৫
ফের উত্তাল সিরিয়া, নিহত ৩১১

সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ৩১১ জন নিহত হয়েছেন।

শনিবার (৮ মার্চ) সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল অ্যারাবিয়া নিউজ। 

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় বর্তমান ইসলামপন্থি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাশার আল-আসাদ সমর্থকদের তীব্র সংঘর্ষে ৩১১ জন নিহত হয়েছেন। দেশটিতে গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।

আরো পড়ুন:

লাতাকিয়া উপকূলীয় অঞ্চলটি আলাউইট সম্প্রদায়ের প্রাণকেন্দ্র এবং আসাদ পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে এখনও সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক্স-এ এক পোস্টে বলেছে, “উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলোর অভিযানে ৩১১ জন আলাউইট বেসামরিক লোক নিহত হয়েছেন...।” এর ফলে বৃহস্পতিবার সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৫২৪ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২১৩ জন নিরাপত্তা কর্মী এবং জঙ্গি রয়েছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়