ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতির প্রস্তাবে একমত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ১৩ মার্চ ২০২৫   আপডেট: ২২:২৫, ১৩ মার্চ ২০২৫
যুদ্ধবিরতির প্রস্তাবে একমত পুতিন

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি এই প্রস্তাবের সঙ্গে একমত। তবে একে ‘স্থায়ী শান্তির’ দিকে পরিচালিত করা উচিত।

বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন।

পুতিন প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ইউক্রেনের সমস্যা সমাধানে ‘এতো’ মনোযোগ দেওয়ার জন্য।

তিনি বলেন, “আমরা শত্রুতা বন্ধের প্রস্তাবের সাথে একমত, তবে এটি স্থায়ী শান্তির দিকে পরিচালিত করা উচিত এবং সংকটের অন্তর্নিহিত কারণগুলো দূর করা উচিত।”

বৃহস্পতিবার রাশিয়া কুরস্ক অঞ্চল পুনরায় দখল করেছে।

সেদিকে ইঙ্গিত করে পুতিন বলেন, পরিস্থিতি ‘সম্পূর্ণরূপে আমাদের নিয়ন্ত্রণে।’ ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণ ‘হারিয়ে ফেলেছে।’

পুতিন বলেন, এর আলোকে, ইউক্রেনের জন্য ৩০ দিনের যুদ্ধবিরতি ‘ভালো হবে’ এবং ‘আমরা এর পক্ষে।’

তবে তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু ‘সূক্ষ্মতা’ আছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়