ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খেলতে চান পুতিন’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৫ মার্চ ২০২৫   আপডেট: ১৬:৫৬, ১৫ মার্চ ২০২৫
‘যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খেলতে চান পুতিন’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে খেলতে চাচ্ছেন পুতিন। তিনি এর মাধ্যমে সময় ক্ষেপণ করতে চান। শনিবার ইউক্রেন নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আগে স্টারমার এই সতর্কবার্তা দিয়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা প্রেসিডেন্ট পুতিনকে প্রেসিডেন্ট ট্রাম্পের চুক্তি নিয়ে খেলা করার অনুমতি দিতে পারি না। প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ক্রেমলিনের সম্পূর্ণ অবজ্ঞা কেবল এটাই প্রমাণ করে যে পুতিন শান্তির ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন না।”

এই সপ্তাহের শুরুতে, ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, তিনি ইউক্রেনে যুদ্ধবিরতির ধারণার সাথে একমত। কিন্তু এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুদ্ধবিরতির প্রকৃতি নিয়ে ‘প্রশ্ন’ রয়ে গেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “যদি রাশিয়া অবশেষে আলোচনার টেবিলে আসে, তাহলে আমাদের অবশ্যই যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য প্রস্তুত থাকতে হবে যাতে এটি গুরুত্বপূর্ণ এবং স্থায়ী শান্তি নিশ্চিত হয়। তবে যদি তারা তা না করে, তাহলে এই যুদ্ধের অবসান নিশ্চিত করার জন্য রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য আমাদের প্রতিটি উপায়ে চেষ্টা করতে হবে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়