ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন দ. কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১১:২৪, ২৪ মার্চ ২০২৫
আদালতের রায়ে ক্ষমতা ফিরে পেলেন দ. কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট

হান ডাক-সু

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু তার হারানো পদ ফিরে পেয়েছেন আদালতের রায়ে।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল সংসদে আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত হওয়ার দুই সপ্তাহ পর একই পরিণতি হয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুরও। তারপর থেকে, দক্ষিণ কোরিয়ার নেতৃত্ব দিচ্ছিলেন উপ-প্রধানমন্ত্রী চোই সাং-মোক।

আরো পড়ুন:

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আজ সোমবার (২৪ মার্চ) দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুর অভিশংসন বাতিল করে তাকে দেশের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করেছে দেশটির সাংবিধানিক আদালত। এর মাধ্যমে অভিশংসিত হওয়ার তিনমাস পর আবারও সেই পদে ফিরলেন তিনি।

প্রায় তিন মাস আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের পর পূর্ব এশিয়ার এই দেশটির সাম্প্রতিক অস্থির রাজনীতিতে সর্বশেষ বড় ঘটনা এটি।

আদালতের আদেশের পর হান ডাক-সু প্রেসিডেন্ট ইউন সুক ইওলের কাছ থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন। স্বল্পস্থায়ী সামরিক আইন ঘোষণার কারণে গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউন সুক ইওল অভিশংসিত হয়েছিলেন।

আদালত রায় ঘোষণার পর হান বলেন, “আমি সাংবিধানিক আদালতকে তার বিজ্ঞ সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। আমি সরকারকে শৃঙ্খলায় আনার জন্য কাজ করব।”

দক্ষিণ কোরিয়া একই আদালতের আরেকটি আসন্ন সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে- প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের বিষয়ে।

ইউনকে সংসদ কর্তৃক অভিশংসিত করা হয়েছিল এবং ১৪ ডিসেম্বর তার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল- তবে এই অভিশংসন কেবল সাংবিধানিক আদালত কর্তৃক পাস হলেই স্থায়ী হবে। যদি আদালত অভিশংসন বাতিল করে, তাহলে ইউন অবিলম্বে তার দায়িত্বে ফিরে আসবেন।

আদালতে ইউনের রায় ঘোষণার তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়