ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১১:০৫, ৫ এপ্রিল ২০২৫
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শনিবার ভোরে পাপুয়া নিউ গিনির উপকূলের নিউ ব্রিটেন আইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬ দশমিক ৯। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে। খবর এবিসি নিউজের।

ইউএসজিএসের তথ্য অনুসারে, স্থানীয় সময় ভোর ৬টা ৪ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নিউ ব্রিটেন প্রদেশের রাজধানী কিম্বে থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

আরো পড়ুন:

ইউএসজিএস জানিয়েছে, প্রায় ৩০ মিনিট পরে একই স্থানে ৫ দশমিক ৩ মাত্রার একটি ছোট ভূমিকম্পসহ বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়।

ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির জন্য প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করলেও পরবর্তীতে তা বাতিল করে। 

শক্তিশালী এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ওই এলাকার বাসিন্দাদের যেকোনো আফটারশকের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়