ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে চীনা সেনারা’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৮ এপ্রিল ২০২৫  
‘ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে চীনা সেনারা’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ান সেনাবাহিনীর হয়ে লড়াই করা দুই চীনা নাগরিককে আটক করেছে।

তিনি জানিয়েছেন, গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে যে রাশিয়ার সেনাবাহিনীতে চীনা সেনার সংখ্যা ‘অনেক বেশি।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে চীনা সেনাদের যুদ্ধ ‘শান্তি প্রতিষ্ঠার জন্য চীনের ঘোষিত অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।’ কিয়েভে চীনা রাষ্ট্রদূতকে বিষয়টি ব্যাখ্যার জন্য তলব করা হয়েছে।

এবারই প্রথম আনুষ্ঠানিক কিয়েভ অভিযোগ করলো, চীন ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে জনবল সরবরাহ করছে। মস্কো বা বেইজিং থেকে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এক্স-এ এক বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে সেনাদের আটক করা হয়েছে, যাদের কাছে শনাক্তকরণের নথিপত্র ছিল, যার মধ্যে ব্যাংক কার্ডও ছিল।

তিনি জানান, ইউক্রেনের বাহিনী ছয়জন চীনা সেনার সাথে যুদ্ধ করে এবং তাদের মধ্যে দুজনকে বন্দি করে।

জেলেনস্কি বলেন, “আমাদের কাছে তথ্য আছে যে দখলদারদের ইউনিটে এই দুজনের চেয়েও অনেক বেশি চীনা নাগরিক রয়েছে।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়