ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরাকে ধুলিঝড়, ১৮০০ মানুষ হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:১০, ১৫ এপ্রিল ২০২৫
ইরাকে ধুলিঝড়, ১৮০০ মানুষ হাসপাতালে ভর্তি

ইরাকে তীব্র ধুলিঝড়ের কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত ১ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। দেশটির স্বাস্থ্য কমকর্তারা এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) এই ঝড় হানা দেয় বলে জানিয়েছে আরব নিউজ।

ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলের মানুষ এই ঝড়ের শিকার হন। তীব্র ধুলিঝড়ের কারণে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আরো পড়ুন:

কর্তৃপক্ষ জানিয়েছে, ধুলিঝড়ের কারণে ইরাকের পুরো দক্ষিণাঞ্চল আচ্ছন্ন হয়ে পড়ে কমলা ধুলোর মেঘে, দৃশ্যমানতা কমে যায় এক কিলোমিটারেরও নিচে। পরিস্থিতির কারণে নাজাফ ও বসরার বিমানবন্দর সাময়িক বন্ধ করে দিতে হয়।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা মাজেন আল-এগেইলি জানিয়েছেন, দক্ষিণ ইরাকের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে ৭০০ জনের বেশি মানুষকে শ্বাসকষ্টের চিকিৎসা নিতে হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে, নাজাফ প্রদেশে ২৫০ জনেরও বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্য বিভাগের মিডিয়া অফিসার আমের আল-কিনানীর মতে, দিওয়ানিয়াহ প্রদেশের হাসপাতালগুলোতে শিশুসহ কমপক্ষে ৩২২ জন রোগী ভর্তি হয়েছেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ধী কার এবং বসরা প্রদেশে ৫৩০ জনেরও বেশি মানুষের শ্বাসকষ্টের চিকিৎসা নিয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, গ্রীষ্মের তীব্র তাপ এবং নিয়মিত ধুলিঝড় সহ্য করা ইরাক জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত পাঁচটি দেশের মধ্যে একটি।

২০২২ সালে এমন এক ভয়াবহ ধুলিঝড়ে দেশটিতে একজনের মৃত্যু হয়েছিল এবং পাঁচ হাজারেরও বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য চিকিৎসা নিতে হয়েছিল।

ইরাকের পরিবেশ মন্ত্রণালয় বলছে, ভবিষ্যতে দেশটিতে আরো বেশি সংখ্যায় ‘ধুলিময় দিন’ দেখা যেতে পারে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়