ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওষুধ দিয়ে ১৫ রোগীকে হত্যার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৯, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৪৭, ১৬ এপ্রিল ২০২৫
ওষুধ দিয়ে ১৫ রোগীকে হত্যার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

গুরুতর অসুস্থ এমন ব্যক্তিদের বিশেষ চিকিৎসা প্রদানকারী একটি ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে মারাত্মক ওষুধের মিশ্রণ ব্যবহার করে ১৫ জন রোগীকে হত্যার অভিযোগ আনা হয়েছে। জার্মানিতে এ ঘটনা ঘটেছে বলে বুধবার জানিয়েছে বিবিসি।

বার্লিনের প্রসিকিউটররা ৪০ বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তিনি তার অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য কিছু সন্দেহভাজন কয়েক জনের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন।

আরো পড়ুন:

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে তিনি ১২ জন নারী এবং তিনজন পুরুষকে হত্যা করেছেন। তবে প্রসিকিউটররা জানিয়েছেন, তাদের বিশ্বাস এই সংখ্যা আরো বাড়তে পারে।

জার্মানিতে কঠোর গোপনীয়তা আইনের কারণে নাম প্রকাশ না করা ওই চিকিৎসক অভিযোগ স্বীকার করেননি বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার রোগীদের অজান্তেই বা সম্মতি ছাড়াই চেতনানাশক এবং পেশী শিথিলকারী ওষুধ প্রয়োগ করেছিলেন। এই ওষুধগুলো শ্বাসযন্ত্রের পেশীগুলোকে পক্ষাঘাতগ্রস্ত করে। যার ফলে কয়েক মিনিটের মধ্যেই শ্বাসকষ্ট বন্ধ হয়ে যায় এবং মৃত্যু ঘটে রোগীর।

ওই চিকিৎসক বেশ কয়েকটি জার্মান রাজ্যে কাজ করেছেন। যাদের মৃত্যু সন্দেহজনক বলে বিবেচিত হচ্ছে তাদের বয়স ২৫ থেকে ৯৪ বছরের মধ্যে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়