ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:২৩, ২০ এপ্রিল ২০২৫
গাজায় সামরিক অভিযান চলবেই: নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার দাবি, ক্রমবর্ধমান বিরোধিতা সত্ত্বেও ইসরায়েলকে তার অস্তিত্ব নিশ্চিত করার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

শনিবার রাতে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিওতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের ‘বিজয় না পাওয়া পর্যন্ত নিজেদের অস্তিত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই।”

নেতানিয়াহু গাজায় বোমাবর্ষণ অব্যাহত রাখার কারণ হিসেবে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রত্যাখ্যানের কথা উল্লেখ করেছেন।

চলতি সপ্তাহে জিম্মি মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তাদের দাবি, জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধ বন্ধের জন্য চুক্তি করতে হবে।

তিনি বলেছেন, “আমরা যদি এখনই হামাসের দাবির কাছে আত্মসমর্পণ করি, তাহলে আমাদের সেনা, আমাদের নিহত এবং আহত বীরদের অর্জিত সমস্ত অসাধারণ অর্জনগুলো স্রেফ হারিয়ে যাবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়