ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনে রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২০ এপ্রিল ২০২৫  
একদিনের যুদ্ধবিরতি লঙ্ঘনে রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি দোষারোপ

রাশিয়া ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত একদিনের ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে দোষারোপ করেছে। রবিবার উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে শত শত হামলা চালানোর অভিযোগ করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হাজার হাজার রুশ সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া পুতিন রবিবার মস্কোর সময় মধ্যরাত পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির জন্য রুশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইস্টার যুদ্ধবিরতি পালনের ভান করছিল। কিন্তু প্রকৃতপক্ষে শনিবার রাতে শত শত কামান হামলা চালিয়েছে। রবিবার আরো আক্রমণ চালিয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, রাশিয়া স্থানীয় সময় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ২৬টি হামলা চালিয়েছে।

তিনি লিখেছেন, “হয় পুতিনের তার সেনাবাহিনীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই অথবা পরিস্থিতি প্রমাণ করে যে রাশিয়ার যুদ্ধ শেষ করার জন্য প্রকৃত পদক্ষেপ নেওয়ার কোনো ইচ্ছা নেই এবং তারা কেবল অনুকূল জনসংযোগ কভারেজ পেতে আগ্রহী।”

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন এক হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যার ফলে অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং কিছু বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় বাহিনী ৪৪৪ বার রাশিয়ান অবস্থানে গুলি চালিয়েছে এবং তারা ৯০০ টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন হামলা গণনা করেছে, যার মধ্যে ক্রিমিয়া ও ব্রায়ানস্ক, কুরস্ক এবং বেলগোরোড অঞ্চলের রাশিয়ান সীমান্তবর্তী এলাকায় আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়