ডলারের দাম ৩ বছরের মধ্যে সর্বনিম্ন
বিশ্ববাজারে গত তিন বছরের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বানিজ্য যুদ্ধ ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার কারণে এ দরপতন ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসি জানিয়েছে, বিশ্বের গুরুত্বপূর্ণ মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে মঙ্গলবার ডলার সূচক ছিল ৯৮ দশমিক ৪। ২০২২ সালের পর এটি ডলারের সর্বনিম্ন সূচক।
বাজারে অস্থিরতার কারণে ডলারের দাম অনেক সময় বেড়ে যায়। কারণ অন্যান্য মুদ্রার দর স্থিতিশীল না থাকায় ডলারে বিনিয়োগকে নিরাপদ মনে করা হয়। তবে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ট্রাম্প ঘোষিত শুল্কের স্বাভাবিক প্রভাব এবং সরকারি ঋণ পরিশোধের খরচ হয়তো সেই নিরাপত্তার ভাবনাকে ধাক্কা দিয়েছে।
এদিকে, একইদিন বিশ্ববাজারে সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার প্রতি আউন্স সোনার দাম ছিল তিনন হাজার ৫০০ ডলার। এর আগের দিন, অর্থাৎ সোমবার এই দর ছিল তিন হাজার ৪০৫ ডলার। অর্থনৈতিক অস্থিরতার এই সময়ে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ বিনিয়োগের খাত হিসেবে দেখছেন।
ঢাকা/শাহেদ